জাওয়াদে’র জের! হেলিকপ্টারের বদলে ট্রেনে চেপেই সফরে যাবেন মুখ্যমন্ত্রী
গতকাল দুপুর ২টো ১৫ মিনিটের শতাব্দী এক্সপ্রেসে চড়ে জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী
জাওয়াদে’র জের! হেলিকপ্টারের (Helicopter) বদলে ট্রেনে চেপেই মালদহ সফরে যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee, CM)। সূত্রের খবর, সোমবার দুপুর ২টো ১৫ মিনিটের শতাব্দী এক্সপ্রেসে চড়েই জেলা সফরে যাওয়ার কথা তাঁর।খবর, ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা (Mamata Banerjee)। কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে। এরপর ৮ তারিখ মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar)।
প্রসঙ্গত, আগের সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কথা ছিল হেলিকপ্টারেই জেলাসফরে যাবেন তিনি। তবে ঘূর্ণিঝড় 'জাওয়াদে'র প্রভাবে সে সূচিতে জল পড়ে গেল। আর সে কারণেই হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে মালদহ (Malda) যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তবে পরিস্থিতি ঠিক হলে হয়তো হেলিকপ্টারেও যেতে পারেন তিনি। তবে সে আশা কম। কারণ, সোমবারও বৃষ্টি চলবে। আগামিকাল বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বর্তমানে ক্রমশ পুরীর (Puri) দিকেই এগোচ্ছে 'জাওয়াদ'।