অক্সিজেনের চাহিদা দেশজুড়ে, সাহায্যে এগিয়ে এলো ভারতীয় বায়ুসেনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/04/2021   শেষ আপডেট: 23/04/2021 4:23 p.m.
বায়ুসেনা বিমানে অক্সিজেন ট্যাংকার twitter.com/IAF_MCC

পানাগর থেকে তিনটি অক্সিজেন কন্টেনার এয়ারলিফট করে নিয়ে গেছে ভারতীয় বায়ুসেনা

চলতি মাসের শেষ সপ্তাহে গোটা দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রতিদিন ৩ লাখের বেশি সংক্রমণ হচ্ছে দেশজুড়ে। এক ধাক্কায় করোনা অ্যাক্টিভ কেস এত পরিমান বেড়ে যাওয়ায় রীতিমতো মুখ থুবরে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা। করোনা রোগীরা হাসপাতালের বেড পাচ্ছে না। হাসপাতালগুলিতে অক্সিজেন সংকট দেখা গেছে। অক্সিজেনের অভাবে বিভিন্ন হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই এবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আদেশে ভারতীয় বায়ুসেনা এই করোনা পরিস্থিতিতে তাদের মালবাহী এয়ারক্রাফটের মাধ্যমে ফাঁকা অক্সিজেন কন্টেনার অক্সিজেন প্ল্যান্ট অব্দি পৌঁছে দেবে। আসলে উৎপাদিত অক্সিজেন কন্টেনারের অভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছিল।

কথামতো ভারতীয় বায়ুসেনা আজ পানাগর থেকে খালি কন্টেনার এয়ারলিফট করেছে। পানাগর থেকে ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭এস এবং একটি আইএল ৭৬ বিমানে করে মোট ৩ টি অক্সিজেন খালি কন্টেনার নিয়ে যাওয়া হয়। সেগুলিকে তরল অক্সিজেন ভরে সড়কপথে বাড়ির পথে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এরকমভাবে বায়ুসেনা গোটা দেশ থেকে অক্সিজেন কনটেন্ট লাগাতার স্থানান্তর করবে।