১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল বিধি নিষেধ, খুলছে কোচিং সেন্টার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/08/2021   শেষ আপডেট: 29/08/2021 10:36 a.m.
লকডাউন

এখনই গড়াবে না ট্রেনের চাকা

ফের রাজ্যে ১৫ দিন বৃদ্ধি পেল করোনা বিধিনিষেধ। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জারি নয়া নিয়ম। নতুন গাইডলাইনে ছাড় দেওয়া হয়েছে কোচিং সেন্টারগুলিতে। এবার থেকে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে চালু করা যাবে কোচিং সেন্টার। একই সঙ্গে করোনা বিধি মেনে, স্যানিটাইজ করেই চালু করতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে জারি হবে এই নয়া নিয়ম। এই গাইডলাইনে বদল হল না নাইট কার্ফুর সময়। আগের মতো রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে চলা ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও নিয়ম আগের মতো থাকবে। তবে লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে এখনও নবান্নের তরফে কোনও সবুজ সিগন্যাল মেলেনি। তবে করোনা নিয়ন্ত্রণ আসলে পুজোর পরেই স্কুল চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

এদিকে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তরফে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে চিঠিতে উৎসবের মরসুমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।