উত্তর ২৪ পরগণার মিনাখাঁ ও হাড়োয়া থেকে উদ্ধার বিপুল বেআইনি আগ্নেয়াস্ত্র
প্রতিদিন রাজ্যে উদ্ধার বিপুল বেআইনি অস্ত্র, বিরোধীদের কটাক্ষ এতদিন প্রশাসন কি ঘুমিয়ে ছিল?
গত কয়েক দিনে দুই ২৪ পরগণার বিভিন্ন এলাকা থেকে বিপুল বেআইনি অস্ত্র (Illegal Arms) উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে। কেবল দুই ২৪ পরগণা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই প্রচুর বেআইনি অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে।
বসিরহাট পুলিশ জেলা (Basirhat Police District) সূত্রে খবর, গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে পুলিশকর্মীরা প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার করেছে। গতকাল মিনাখাঁ থানার পুলিশ ২ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
অন্যদিকে, হাড়োয়া থানার কলুপুকুর এলাকায় নাকা চেকিংয়ের সময় একজন সন্দেহভাজন ব্যক্তির মোটর বাইক আটক করা হয়েছে। পরে তল্লাশির সময় সেই বাইক থেকে বিপুল বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ৭ টি অস্ত্র, ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। দু'টি ঘটনায় দু'জনকেই আটক করা হয়েছে। বানচাল হয়েছে অস্ত্র পাচারকারীদের ছক।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বগটুই গ্রামে বিভিন্ন এলাকা থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন। আর তারপর থেকেই প্রায় প্রতিদিন পুলিশ উদ্ধার করছে বিপুল অস্ত্র। বিরোধীদের কটাক্ষ এতদিন পুলিশ উদ্ধার করেনি কেন? এখন তো রোজই শুনছি বেআইনি অস্ত্র উদ্ধারের কথা। এই অস্ত্রগুলো এল কোথা থেকে? দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডলকে হাতজোড় করে এক ভিডিও বার্তায় (যদিও পরিদর্শক এই ভিডিওর সত্যতা যাচাই করেনি) বলতে শোনা গিয়েছিল, যাদের কাছে বেআইনি অস্ত্র আছে, দয়া করে পুলিশের কাছে ফেরত দিন। আর প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বিপুল বেআইনি অস্ত্র।