ধানখেতে পড়ে রয়েছে মাথার খুলি, হাড়গোড়
আতঙ্কিত ঢোলাহাটের মানুষ
ঢোলাহাট থানার ভগবানপুরে কাজ শেষ করে ঘরে ফিরছিলেন চাষিরা, বৃহষ্পতিবার সন্ধ্যায়৷ হঠাৎ তাঁদের নজরে পড়ে, কোপাই নদীর লাগোয়া খেতে পড়ে রয়েছে মানুষের মাথার খুলি ও হাড়গোড়৷ এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে৷ খবর যায় পুলিশে৷ সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার পুলিশ এসে সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এগুলি কোনও পুরুষ দেহের৷
আরও পড়ুন
কিন্তু কোথা থেকে এল এই খুলি ও হাড়গোড়? এ প্রশ্নের উত্তর পেতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে৷ হাড়গুলির ফরেনসিক পরীক্ষা, এমনকি ডিএনএ পরীক্ষাও হতে পারে বলে খবর৷ এলাকার কেউ নিখোঁজ ছিল কিনা, সে ব্যাপারেও খোঁজ চালাচ্ছে পুলিশ৷ আবার নদীর পাশের শ্মশান থেকে কোনওভাবে খুলি ও হাড়গোড় ধানখেতে চলে এসেছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ৷