সিবিআইয়ের হাতে বহু জমির খতিয়ান, গরু পাচার মামলায় আরও বিড়ম্বনায় অনুব্রত মন্ডল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/07/2022   শেষ আপডেট: 09/07/2022 10:29 a.m.
অনুব্রত মণ্ডল twitter @ians_india

জমির খতিয়ান, নগদ অর্থ, সোনা গরু পাচার মামলায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

তৃণমূল নেতা অনুব্রত মন্ডল (Anubrata Mondal) এবং তাঁর দেহরক্ষী শেহগাল হোসেনের বিপুল সম্পত্তির হদিশ পেল সিবিআই। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সেই সম্পত্তির খতিয়ান পেশ করা হয়েছে। সূত্রের খবর, অনুব্রত মন্ডল এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা অন্তত ৪৫ টি জমির হদিশ পাওয়া গিয়েছে। অন্যদিকে অনুব্রত মন্ডলের দেহরক্ষী শেহগাল হোসেনের নামে ৭ টি জমির খতিয়ান আদালতে জমা দিয়েছে সিবিআই।

গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে একই সঙ্গে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর আগে শেহগাল হোসেনের নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ১০০ কোটি টাকারও বেশি সোনা, নগদ অর্থ, সম্পত্তি। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত এবং শেহগাল হোসেনের সম্পত্তির পরিমাণ গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের সম্পত্তিকেও ছাড়িয়ে যাবে।

অন্যদিকে, সিবিআইয়ের কাছ থেকে গরু পাচার মামলায় অভিযুক্ত ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার সম্পত্তির হিসাব চেয়েছে ইডি। এর আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সওকত মোল্লা এবং তাঁর আপ্ত সহায়ক সাদেক হোসেন। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের তথ্য জানতে চায় ইডি। বেআইনি সম্পত্তির হদিশ পেতে সিবিআইয়ের পাশাপাশি তৎপর ইডিও।

সিবিআই আদালতে অনুব্রত মন্ডলের একাধিক জমির খতিয়ান জমা দিয়েছে। তবে জমিগুলি কাদের নামে আছে, তা স্পষ্ট করে বলেনি সিবিআই। জমিগুলি কোথায় আছে এখনও প্রকাশ্যে আসেনি। তদন্তের স্বার্থে সেইসব নথি প্রকাশ্যে আসেনি, সূত্র মারফত তেমনটাই খবর। দেহরক্ষী শেহগাল হোসেনের অধিকাংশ জমি মুর্শিদাবাদে কেনা। যেগুলোর বাজার মূল্য খতিয়ে দেখছে সিবিআই।