ভেস্তে গেল জাল নোট সোনা পাচারের ছক

রুদ্ররূপ মুখোপাধ্যায়
প্রকাশিত: 23/09/2020   শেষ আপডেট: 23/09/2020 4:22 p.m.

উদ্ধার ১ কোটি ৩৭ লক্ষ টাকার জাল নোট!

শনিবার ভোর রাতে মুর্শিদাবাদে জঙ্গি আটক। আর তার ৪৮ ঘণ্টার মাথায় কোচবিহারে আটক জাল নোট এবং সোনা পাচারকারী। রাজ্যে একেরপর এক ঘটনা ঘটতেই রয়েছে।

সোমবার রাতে পুলিশ কোচবিহারের কোতয়ালি থানার অন্তর্গত ডাওয়াগুড়ি এলাকায় তল্লাশি চালিয়ে একটি গাড়ি ও দুটি মোটরসাইকেল থেকে মোট ৯ জন জালিয়াতকে আটক করেছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জায়গায় আসামের নম্বরপ্লেট লাগানো গাড়িতে করে পাচার হতে চলেছিল প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকার ৫০০ ও ২০০০ টাকার জাল নোট। সাথে ১৭ টি সোনার বিস্কুট। যার মোট ওজন ১ কেজি ২০০ গ্রাম।

পুলিশের অনুমান এই সমস্ত জিনিস আসামে পাচার করার ছক ছিলো জালিয়াতদের। আরও বিস্তারিত জানার জন্য জেরা চলছে ওই আটক হওয়া ৯ জনের।