৪১ কেজি গাঁজা উদ্ধার বর্ধমানে! ধৃত ৩
২ মহিলা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ
বর্ধমানের উপকন্ঠে মিলল মাদক যোগ। পূর্ব বর্ধমানের (East Burdwan) লক্ষ্মীপুর মঠ এলাকার থেকে ৪১ কেজির মাদক উদ্ধার করা হয়েছে। স্তুপাকৃতি গাঁজা ও অন্যান্য মাদক (Drugs) দেখে তাজ্জব আধিকারিকেরা। গোপনে অভিযান চালিয়ে আটক করা হয়েছে ২ মহিলা সহ তিনজনকে। আজ তাঁদের বর্ধমান আদালতে পেশ করা হবে।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে লক্ষ্মীপুরে হানা দেয় পুলিশেরা। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও। মঠ এলাকা থেকে উদ্ধার করা হয় ৪১.২৫০ কেজি মাদক। যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকারও বেশি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে যার মধ্যে দুজন মহিলা। জানা গিয়েছে, ধৃতদের নাম বিজয় দাস, মানা দাস ও গীতা পাসওয়ান। এদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। আজ আদালতে এদের হেফাজত চাইবে পুলিশ।
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার শ্যামনগর পিনকোল মোড় থেকে মাদক যোগে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতের নাম সুরজ সাউ ওরফে সূর্যা। ১০ গ্রাম হেরোইন ছিল তাঁর কাছে, তিনি মাদক বিক্রেতা। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে।