মোবাইল ফোন ব্যবহারে বাধা, শাশুড়ির বকাঝকায় মনের দুঃখে দুই কন্যাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের
ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ায়
শাশুড়ির সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বচসা, আর তার কারণেই রীতিমতো আত্মহত্যার মতো একটি পথ বেছে নিলেন পুরুলিয়ার এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানা এলাকার চক্রা গ্রামে। সেখানে শীতলা মাহাতো নামের এক গৃহবধূ শাশুড়ির সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বচসার পরে দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি নিজে প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয়েছে তার দুই শিশু কন্যার। ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুরুতর আহত শীতলা দেবীকে বর্তমানে দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, পুরুলিয়া শহরের একটি দোকানে কাজ করেন শীতলা দেবীর স্বামী লক্ষণ। তিনি কাজে বেরিয়ে যাওয়া মাত্রই স্ত্রী শীতলা দেবি ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন।
বিষয়টি দেখে তার শাশুড়ি তাকে বকাঝকা করে কিন্তু এই শাসন শীতলা দেবীর খুব একটা ভালো লাগেনি। এই কারণে দুই মেয়েকে কাপড় বেঁধে নিয়ে সরাসরি এই গৃহবধূ ঝাঁপ দেন কুঁয়োতে। মায়ের এই সমস্ত কান্ড দেখে প্রতিবেশীদের ডাক দেয় তার বছর ১২এর ছেলে। কিন্তু কুঁয়ো থেকে তোলার আগেই মৃত্যু হয় তার দুই কন্যা সন্তানের। তিন বছর এবং পাঁচ বছর বয়সের এই দুই কন্যা সন্তানকে নিয়ে তিনি ঝাঁপ দিয়ে ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, দুই মেয়ের মধ্যে বড় মেয়েটি কাপড় ছিঁড়ে অনেকটা গভীরে পড়ে যায়। এই কারণে তাকে উদ্ধার করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। বর্তমানে অত্যন্ত গুরুতর আহত অবস্থায় দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি রয়েছেন শীতলা দেবী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে দুই কন্যার মৃত দেহকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে।