শুভেন্দুর হুগলি রিষড়ার জনসভা করতে অনুমতি দিল না পুলিশ, দ্বন্দ্ব চরমে বিজেপি পুলিশে
বিজেপির অভিযোগ যে তৃণমূল মদতপুষ্ট পুলিশ ইচ্ছা করে অনুমতি দেয়নি
একুশে নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের কার্যকলাপারে মাহাত্ম্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে জনসভা করছে। এরইমধ্যে আজ বৃহস্পতিবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারীর হুগলির রিষড়ার গার্লস হাইস্কুলের মাঠে জনসভা করার কথা ছিল। তবে সেই জনসভার অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্রমশ বাড়ছে বিজেপি পুলিশ দ্বন্দ্ব।
আজ অর্থাৎ বৃহস্পতিবার হুগলির রিষড়ার গার্লস হাইস্কুলের মাঠে জনসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে সৌমেন্দু অধিকারীর ছাড়াও হয়তো রাজ্য বিজেপির কয়েকজন হেভিওয়েট বিজেপি নেতা উপস্থিত থাকতেন। সেই জনসভার প্রস্তুতির জন্য গতকাল রাত্রে মঞ্চ বাধার কাজ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। তখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের থেকে সভা করার অনুমতি পত্র চাইলে তারা কিছু দেখাতে পারেনি। তাই তৎক্ষণাৎ পুলিশ সভা করার অনুমতি দিতে অস্বীকার করে। এই ঘটনাকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের দাবি যে "তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে এই কাজ করাচ্ছে।" অন্যদিকে তৃণমূল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, "শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসভা করে শাসকদলের বিরুদ্ধে উল্টো পাল্টা অভিযোগ আনে। তখন যদি না বাধা দেওয়া হয় তাহলে শুধুমাত্র রিষড়ার জনসভায় কেন বাধা দেওয়া হবে? পুলিশ কোন জনসভার অনুমতি দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এতে তৃণমূলের কোন হাত নেই।"