'ঘর ওয়াপসি' রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া মন্তব্য দিলীপ ঘোষের
পিসি গোয়া যাচ্ছেন তো ভাইপো ত্রিপুরা, কটাক্ষ তথাগত রায়ের
ফের বিতর্কের মুখে তথাগত রায়। আজ ৬ নম্বর মুরলিধর সেন লেনে আচমকাই সফরে আসেন তথাগতবাবু। সেখানে এসেই বৈঠকে বসে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। জানা গেছে, যেভাবে ক্রমশ দল ভাঙছে। সেই ভাঙন রোধ করতে কী কী করণীয়, তাই বুঝিয়ে দিলেন তথাগত রায়। বৈঠক শেষে তথাগত রায় বলেন, "রাজ্যে বিজেপি সংগঠন নিয়ে একাধিক পরামর্শ সুকান্তকে দিলাম। নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।" এরপরেই আজ ফের তথাগত রায় তোপ দাগেন কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে। বিপদে পড়া নেতা-কর্মীদের পাশে কেন কৈলাস নেই? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তথাগত।
তাঁর স্পষ্ট বক্তব্য, "ওকে আমি এখনও ঘৃণা করি। আমার ঘৃণা কমবে না। সংবাদমাধ্যম ভুল খবর করেছে কৈলাস বিজয়বর্গীয় রাজ্য পর্যবেক্ষকের দায়িত্বে ফিরছে বলে। কৈলাস বিজয়বর্গীয় এই রাজ্যে কোনও দায়িত্বেই আর আসছে না।" অন্যদিকে, আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সে বিষয়ে সরাসরি কিছু না বললেও তিনি বলেন, "গণতান্ত্রিক দেশ যে কেউ যেখানে খুশি যেতে পারে। পিসি গোয়া যাচ্ছেন তো ভাইপো ত্রিপুরা। আবার কেউ উত্তরপ্রদেশ যাবেন। যেতেই পারেন। তবে অভিষেকের জন্য ত্রিপুরা কাঁপছে না, কারও ম্যালেরিয়ার জন্য কাঁপতে পারে।"
অন্যদিকে, দিলীপ ঘোষ বলেন, "তিনি কি প্রাইমারি স্কুলে পড়া বাচ্চা। ভুল বোঝানো হল, আর বুঝে গেলেন। বিজেপিতে যোগদানের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়ো বড়ো কথা বলেছিলেন। এখন পা ধুয়ে আবার ফেরত চলে গেলেন! এটা বললে কেউ বিশ্বাস করবে! আসলে সুবিধা নিতে এসেছিলেন, সুবিধা পাননি। তাই চলে গিয়েছেন। তৃণমূলে ফিরে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিল। রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসার পরও কোনও লাভ হয়নি, চলে গেলেও কোনও ক্ষতি হবে না।"