বাংলায় শুরু হয়ে গেল 'সবার জন্য আশ্রয়' প্রকল্প, এবার সবাইকে দেওয়া হবে বাড়ি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/06/2021   শেষ আপডেট: 26/06/2021 6:34 a.m.
প্রধানমন্ত্রী আবাস যোজনা twitter.com/PMAY_MP

ইতিমধ্যেই পুরুলিয়ায় বিভিন্ন ব্লকে ১১৫০জন উপভোক্তা বাড়ি পেয়ে গিয়েছেন

প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাংলা আবাস যোজনায় যে সমস্ত বাড়ি বাকি রয়েছে সেগুলিকে দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার। বৃহস্পতিবার থেকে পুরুলিয়ায় শুরু করা হল 'সবার জন্য আশ্রয়' নামক একটি বিশেষ প্রকল্প যেখানে জেলাশাসকের উপস্থিতিতে পাড়া ব্লকের দেউলী পঞ্চায়েতের পার বহাল গ্রামের বাসিন্দা শোভা তিওয়ারি গৃহপ্রবেশ করলেন। প্রশাসন জানিয়েছে, এদিন ১১৫০ জন উপভোক্তা বাড়ি পেলেন। এছাড়াও ব্লকগুলির বিডিও এবং জেলা ও মহাকুমা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে তাদেরকে বাড়ি দেওয়া হল। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়ে জেলাশাসকের নজরে পড়ে কয়েকটি বাড়ির কাজ এখনো অসম্পূর্ণ হয়ে রয়েছে।

প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েতে কাজের তদারকি খুব একটা ভালো করে করা হয়নি বলেই এখনো পর্যন্ত সেই বাড়িগুলি অসম্পূর্ণ রয়ে গিয়েছে। এরপর এই প্রত্যেকটি ব্লকে অতি দ্রুত হারে এই সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশ অনুযায়ী এবারে সপ্তাহব্যাপী উপভোগ তাদের হাতে বাড়ি তুলে দেওয়ার বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। চলতি সপ্তাহে আবাস প্লাস নামক আরেকটি আবাস যোজনায় বাড়ি তৈরিতে উপভোক্তাদের তালিকা প্রকাশিত হয়েছে। আবাস প্লাস যোজনার কাজ শুরু হওয়ার আগে বাকি পড়ে থাকা সমস্ত বাড়ির কাজ শেষ করে ফেলার জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন।