রাজ্যে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ, এবার থেকে সমস্ত মেডিকেল কলেজে চালু হবে করোনা ওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/04/2021   শেষ আপডেট: 02/04/2021 4:39 a.m.

গত ২৪ ঘণ্টায় হাজার জনের বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে।

এতদিন পর্যন্ত শুধুমাত্র করোনাভাইরাস এর হাসপাতালে চিকিৎসা করা হতো করোনা রোগীদের। তবে এবারে তাদের জন্য আলাদা করে ওয়ার্ল্ড চালু করার মৌখিক নির্দেশ দিয়ে দিলেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম। বেশ কয়েকদিন ধরে রাজ্যে করোনাভাইরাস এর রেকর্ড সংক্রমন শুরু হয়ে গিয়েছে। হাজারেরও বেশি করনা আক্রান্ত হয়ে গিয়েছে গত ২৪ ঘন্টায়। গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ রাজ্যেও কিন্তু করোনাভাইরাস এর পরিমাণ বাড়তে পারে। গত শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৪৬। কিন্তু এরপর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ১৬৬ জন নতুন করে করণা আক্রান্ত হয়েছেন। এর ফলে সংখ্যাটা চলে যায় প্রায় হাজারের কাছাকাছি।

সাম্প্রতিককালে এতটা বেশি করোনাভাইরাস এর প্রভাব দেখা যায়নি এ রাজ্যে। বুধবার পশ্চিমবঙ্গে করনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৮২। সেই তালিকাটা বৃহস্পতিবার ছাড়িয়ে গেল ১০০০ এর গণ্ডি। সূত্রের খবর, বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ১২৭৪ জন। ক্রমাগত বেড়েই চলেছে করোনাভাইরাস এর দাপট। এই কারণে স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম স্বাস্থ্য অধিকর্তা দের সঙ্গে একটি দীর্ঘ বৈঠক করেছেন। তারপর তিনি মেডিকেল কলেজে করোনা রোগীদের জন্য আলাদা করে ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছেন। যদিও এই নির্দেশটি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা পায়নি।