'উনি তো মহামানব' প্রকাশ্য সভায় অনুব্রত মণ্ডলকে প্রণাম করে বললেন আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও
একজন সরকারি কর্মচারীর এহেন আচরণে তৈরি হয়েছে বিতর্ক
ভরা সভায় বিডিও (BDO) প্রণাম করছেন একজন তৃণমূল (TMC) নেতাকে। বিডিও আবার দরাজ গলায় বলছেন উনি তো 'মহামানব'। উল্টোদিকে জনপ্রতিনিধির গলায় শোনা গেল, 'ওঁর নাম আছে'।
বৃহস্পতিবার এই ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ নম্বর ব্লকের গুসকরা এলাকার মানুষ। সূত্রের খবর, এই এলাকায় একটি সেফ হোম উদ্বোধন করেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। এই সেফ হোম উদ্বোধনে উপস্থিত ছিলেন আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। দেখা যায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অভ্যর্থনা জানাতে গিয়ে বিডিও অরিন্দম মুখোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে প্রণাম করে বসেন। শুধু তাই নয়, স্বাগত ভাষণে তিনি বলেন, "এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছেন অনুব্রত মণ্ডল। আমাদের মুখ্যমন্ত্রী যেমন উদ্যোগী মানুষ, তেমনই অনুব্রতও মহামানব।’’
অন্যদিকে বিডিওর এই কথার পর ভাষণ দিতে ওঠেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গুসকরাবাসীর কাছে তিনি বিডিওর দরাজ সার্টিফিকেট দেন। তিনি উল্লেখ করেন এই পরিস্থিতিতে তিনি কোথাও যান না, তবে এমন ভাল কাজে বারবার আসতেই হয়। এরপর বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, "সবচেয়ে বড় কথা আপনারা এক জন ভাল বিডিও পেয়েছেন। যে বিডিওর মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন।’’
এই ঘটনার পর বিডিওর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন রাজনৈতিক মহল। প্রকাশ্য সভায় একজন সরকারি প্রতিনিধির এহেন আচরণে অবাক ওয়াকিবহাল মহল। যদিও বিডিওর তরফে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা প্রথম নয়। ২০১৪ সালের ডিসেম্বরে তৎকালীন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার বর্তমান বিজেপি নেতৃত্ব ভারতী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জঙ্গলমহলের মা' বলে উল্লেখ করেছিলেন। যা নিয়ে কম জলঘোলা হয়নি। এরপর আউশগ্রাম ১ নম্বর ব্লকের এই বিডিওর এই ঘটনায় নতুন বিতর্ক তৈরি হল মনে করছেন ওয়াকিবহাল মহল।