অসহায় পূর্বস্থলীর পেয়ারা চাষীরা
পূর্বস্থলীর পাইকারী বাজারে জলের দরে বিক্রি হচ্ছে পেয়ারা
একে দীর্ঘ লকডাউনের জেরে গরিব-খেটে খাওয়া মানুষদের সংসার চালানো দায় হয় পড়েছে। তার ওপর বাজারে চাহিদা না থাকায় পূর্বস্থলীর পাইকারী বাজারে জলের দরে বিক্রি হচ্ছে পেয়ারা। স্থানীয় চাষীদের দাবি, লকডাউনের কারণে বাজার মন্দা তাই জন্য মাত্র ৩ টাকা কেজি দরে তারা পেয়ারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার ফলে প্রচুর ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। তারা আরো জানান রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশই বেড়ে চলায় এবং লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে বাইরে থেকে ক্রেতারা পূর্বস্থলীতে আসতে পাচ্ছেন না।
গত বছর এই মরসুমে ৮ থেকে ১২ টাকা কেজি দরে পেয়ার বিক্রি হয়েছিল। কিন্তু এবার সেই দাম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। গত শুক্রবার পূর্বস্থলীর পাইকারি বাজার গুলিতে ২ থেকে ৩ টাকা কেজি দরে পেয়ারা বিক্রি হতে দেখা যায়। পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের ভাতসালা গ্রামে সব থেকে বেশি পেয়ারার চাষ হয় এবং এগুলির থেকে বছরে ৩ বার ফলন মেলে। যার দাম কেজি প্রতি ১২ থেকে ১৫ টাকা পর্যন্ত পাওয়া যায়। কিন্তু এইভাবে পেয়ারার দাম পরে যাওয়ায় মাথায় হাত চাষীদের। চড়া সুদে ঋণ নিয়ে চাষ করার পর কিভাবে ঋণের টাকা পরিশোধ করবে, তা ভেবে দিশেহারা পেয়ারা চাষীরা।