সিএজি রিপোর্ট : জিএসটি আইন ভেঙেছে কেন্দ্রীয় সরকার
গত দু’বছরে হাতে ধরে রেখেছে ৪৭ হাজার কোটি টাকারও বেশি
ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)–এর সাম্প্রতিক একটি রিপোর্টে বেরিয়ে এসেছে, জিএসটি ক্ষতিপূরণ সেস আইন বাবদ সংগৃহীত টাকার একটি বড় অংশ কেন্দ্রের মোদি সরকার দু’বছর ধরে নিজের হাতে রেখে দিয়েছে৷ আইন অনুযায়ী এই টাকা রাজ্য সরকারগুলিকে ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দেওয়ার কথা৷ ২০১৭–’১৮ ও ২০১৮–’১৯–এ এই টাকার পরিমাণ ৪৭ হাজার ৫০০ কোটি টাকা৷ সিএজি আরও মন্তব্য করেছে, এই টাকা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া (সিএফআই)–তে ধরে রাখার ফলে কেন্দ্রীয় সরকার সহজেই রাজস্ব আদায়ের পরিমাণ বাড়িয়ে এবং ফিসক্যাল ঘাটতির পরিমাণ কমিয়ে দেখাতে পেরেছে৷ এর ফলে দেশের অর্থনীতির পরিস্থিতি সম্পর্কে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
সিএজি–র এই রিপোর্ট এল এমন একটা সময়ে যখন বেশ কয়েকটি রাজ্যের সরকারের অভিযোগ– কেন্দ্রীয় সরকার জিএসটি–র ক্ষতিপূরণ বাবদ তাদের পাওনা মেটাচ্ছে না৷ গত সপ্তাহেই অর্থমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, জিএসটি আদায়ে ক্ষতি হলে রাজ্যগুলিকে সিএফআই থেকে ক্ষতিপূরণ দেওয়ার কোনও আইন নেই৷ এই অবস্থায় আইন ভাঙার যে বার্তা সিএজি–র তরফ থেকে এল, তা নিঃসন্দেহেকেন্দ্রীয় সরকারকে বিপাকে ফেলেছে৷