ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল, বিতর্ক তুঙ্গে
রাজ্যপালের এই সফরকে কড়া নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা
কোচবিহার সফর শেষ করে এবারে নন্দীগ্রামের দিকে রওনা দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। শাসক দলের প্রতি নিজের সমালোচনা বন্ধ করতে একেবারেই নারাজ রাজ্যপাল। ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এবার তিনি পৌঁছতে চলেছেন কোচবিহার থেকে সোজা নন্দীগ্রামে। সেখানে বেশ কয়েকটি গ্রামে কথা বলবেন রাজ্যপাল। অন্যদিকে, এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনটি ছিল সবথেকে হেভিওয়েট কেন্দ্র। এই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কিছু ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে পরাজিত হয়েছেন। ভোটের পর থেকেই রাজনৈতিক হিংসা আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত জায়গায় ছুটে যাচ্ছেন সহৃদয় রাজ্যপাল। কোচবিহারের বিভিন্ন জায়গা ঘুরে এবারে তিনি সোজা নন্দীগ্রামে যাচ্ছেন। তার এই যাত্রা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে থেমে নেই, তিনি আজকে আবার ছুটে গিয়েছেন অসমে। অসমের ধুবুরী জেলার আগমনীতে গিয়ে সেখানকার শরণার্থী শিবিরে থাকা আক্রান্তদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল। জানিয়ে রাখা ভাল, এই শরণার্থী শিবিরে কোচবিহার বক্সিরহাট, তুফানগঞ্জ এবং ঝাউ কুঠি এলাকার আক্রান্ত বিজেপি কর্মীরা ঠাঁই নিয়েছেন। তাদের নিশ্চিন্তে ঘরে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কোচবিহার এবং অসম ঘুরে তিনি সরাসরি কপ্টারে করে পৌঁছে যাবেন নন্দীগ্রামে। সেখানে গিয়ে নন্দীগ্রাম বাজার, বঙ্কিম মোড় এবং কেন্দামাড়িতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। তারপর তিনি জানকীনাথ মন্দিরে পুজো দিতে যাবেন। তারপর সরাসরি তিনি ফিরবেন রাজভবনে। যদিও রাজ্যপালের এই সফরকে চরম কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।