দুর্গাপুর : পুলিশ সেজে অভিনব প্রতারণা, সোনার গয়না বদলে পাথর ধরিয়ে পালাল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/10/2021   শেষ আপডেট: 09/10/2021 9:22 p.m.

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পুলিশ সেজে অভিনব কায়দায় প্রতারণা করল একদল দুষ্কৃতী। অভিযোগ, দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় পুলিশের ছদ্মবেশ ধরে একদল দুষ্কৃতী, লক্ষাধিক টাকার সোনার গয়না চোখের আড়ালে পাথরে বদলে দিয়ে প্রতারিত করেছে এক ব্যক্তিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার বেলা ১১ টার সময়। চন্দন কুণ্ডু নামে অভিযোগকারী ব্যক্তি দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি ব্যাঙ্কে যাচ্ছিলেন। ব্যাঙ্কের সামনেই পুলিশের পোশাক পরে দাঁড়িয়েছিল দুষ্কৃতীরা। ভদ্রলোক অভিযোগ করেছেন, ব্যাঙ্কে ঢোকার সময় তাঁর পথ আটকে তাঁকে ভয় দেখায় পুলিশের ছদ্মবেশে থাকা দুষ্কৃতীদের দল। প্রথমে তাঁর কাছে জানতে চাওয়া হয়, সেই ব্যাগে কি আছে? গয়নার কথা শুনে সোনার গয়না সহ ব্যাগটি তাদের কাছে জমা রাখতে বলে দুষ্কৃতীরা। তাদের হাতে ব্যাগ তুলে দেওয়ার কিছুক্ষন পরেই সেই ব্যাগ তারা ফেরত দেয় চন্দনবাবুকে। কিন্তু সেইটুকু সময়ের মধ্যেই নিজেদের কারিগরিতে দুষ্কৃতীরা ব্যাগ থেকে সমস্ত গয়না সরিয়ে ফেলে পাথর ভরে দিয়েছিল। তাৎক্ষণিকভাবে ভদ্রলোক কিছু বুঝে উঠতে না পারলেও পরে বাড়ি গিয়ে ব্যাগ খুলে সমস্ত ঘটনা তিনি জানতে পারেন।

প্রতারিত হয়েছেন জানতে পেরে মাথায় হাত পড়ে চন্দনবাবুর। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এটাই প্রথম নয়, দিনকয়েক আগেই দুর্গাপুরেরই বেনাচিতি বাজারেও একইরকম এক ঘটনা ঘটে। সেখানেও পুলিশ সেজে প্রতারণার অভিযোগ সামনে আসে। নিত্যদিন এরকম অভিনব কায়দায় প্রতারণার সম্মুখীন হয়ে আতঙ্কে দুর্গাপুরবাসী।