ভোট প্রচারে বেআইনিভাবে শিশুদের ব্যবহার করছে গেরুয়া শিবির!
ইতিমধ্যেই এ বিষয়ে সরব হয়েছেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশন
ভোটের উত্তাপে সরগরম রাজ্য-রাজনীতি। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর তার পরেই শুরু হবে প্রথম দফার ভোটগ্রহণ। কাজেই, থামছে না প্রচার। কে কোন এলাকায় কত বেশি প্রচার করবে, এই নিয়েই লেগেছে দন্দ্ব। এর মধ্যেই গেরুয়া শিবিরের প্রচারকে কেন্দ্র করেই বির্তক রাজ্যে।
এদিন খেজুরি বিধানসভা কেন্দ্রে দেখা গিয়েছে, ভোট প্রচারে রাস্তায় নামানো হয়েছে শিশুদের। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটপ্রচারে শিশুদের ব্যবহার পুরোপুরি অনৈতিক এবং বেআইনি। তাহলে কীভাবে গেরুয়া শিবিরের প্রচারে রয়েছে শিশুরা? শুরু হয়েছে বির্তক। এদিন খেজুরি বিধানসভা এলাকার অজানবাড়িতে দেখা গিয়েছে, "প্রচারে রয়েছেন স্বয়ং বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক। সাথেই কচিকাচাদের ভীড়। তাদের মুখে স্লোগান – ‘ভারত মাতা কি জয়’, ‘হরে কৃষ্ণ হরে হরে/বিজেপি ঘরে ঘরে।’ এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে তুমুল তরজা।
ইতিমধ্যেই এ বিষয়ে সরব হয়েছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। সংস্থার চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন,”এটি পুরোপুরি বেআইনি কাজ। আমরা ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরে অভিযোগ জানাব। পাশাপাশি নির্বাচন কমিশনের নজরেও বিষয়টি আনব।”