হাইকোর্টের নির্দেশে ই-স্নানাগারে গঙ্গাসাগরের পবিত্র জল ঢেলে বাড়ি ফিরছেন পুণ্যার্থীরা
গত সোমবার বিকেল অব্দি প্রায় হাজারখানেক পুণ্যার্থী রাজ্য সরকারের ই স্নানাগারে স্নান করেছেন
সম্প্রতি করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবারে সংক্রমণ ঠেকাতে গঙ্গাসাগরে জলে ডুব দিয়ে স্নান করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গাসাগর যাত্রাপথে বিভিন্ন বাফার জোন কিয়স্কে গঙ্গাসাগরের জল রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি বঙ্গবাসী ময়দানে গড়ে তোলা হয়েছে স্নানাগার। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, উট্রাম ঘাট সংলগ্ন বঙ্গবাসী ময়দানে অস্থায়ী স্নানাগার তৈরি করা হয়েছে। সেখানে আগে থাকতেই গঙ্গাসাগরের জল এনে রাখা হয়েছে। সেখানে পুণ্যার্থীরা করোনার সংক্রমণ এড়িয়ে গঙ্গা স্নান করতে পারবেন। এই পরিকল্পনার নাম রাখা হয়েছে "ই-স্নানাগার"। ইতিমধ্যেই বঙ্গবাসী ময়দানে ২০ টি স্নানাগার তৈরি করা হয়েছে এবং পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে অনেক পূর্ণার্থী এসে পৌঁছেছেন। তাদেরকে আদালতে নির্দেশ সম্বন্ধে জানানোর পর রাজ্য সরকারের "ই স্নানাগার" পরিকল্পনার কথা জানানো হয়েছে। তারা সেই ব্যবস্থায় স্নান করতে আগ্রহী বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গত সোমবার বিকেল অব্দি প্রায় হাজারখানেক পুণ্যার্থী রাজ্য সরকারের ই স্নানাগারে স্নান করেছেন। এছাড়াও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, কলকাতার অনেকেই আদালতের নির্দেশ মেনে গঙ্গাসাগরের পবিত্র জল মাথায় ঢালে স্থান করে নিচ্ছে এবং বঙ্গবাসী ময়দান থেকে নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছে। গঙ্গাসাগরে যাওয়ার আর চেষ্টাই করছে না তারা। এছাড়াও সব পুণ্যার্থীদের বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে