প্রধানমন্ত্রী টাকা পাঠাচ্ছেন শুনে দিয়েছিলেন অ্যাকাউন্ট নম্বর, গায়েব চার লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/06/2022   শেষ আপডেট: 16/06/2022 4:43 p.m.

বীরভূমের খয়রাশোলের এক বাসিন্দার সাথে এমন হয়েছে

বুধবার সকালে হঠাৎ ফোন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি টাকা পাঠাচ্ছেন। তাই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাঠাতে হবে। বিশ্বাস করে দুটি অ্যাকাউন্ট নম্বর পাঠিয়েছিলেন বীরভূমের খয়রাশোলের বাসিন্দা উজ্জ্বল মণ্ডল। এরপর ফোনের ওপারে থাকা ব্যাক্তি উজ্জ্বলবাবুর কাছে ফোনে আসা ওটিপি চান। আর তা দেওয়ার কয়েকঘণ্টার মধ্যে দুটি অ্যাকাউন্ট থেকে সাড়ে চার লক্ষ টাকা গায়েব হয়ে যায়।

বিষয়টি নজরে আসার পর প্রথমেই খয়রাশোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর সিউড়ি সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে টাকা উদ্ধারের চেষ্টা শুরু করেছে পুলিশ। যদিও সাইবার সেলের দাবি, প্রতারকদের পাঠান মেসেজ ও ব্যাংকের ওটিপি মুছে ফেলেছে নাবালক। যার জেরে আরও সমস্যা দেখা দিয়েছে।

এতগুলো টাকা প্রতারণার জেরে স্বভাবত‌ই ভেঙে পড়েছেন উজ্জ্বলবাবু। যদিও এই প্রথম নয়, এর আগেও বহুবার সাইবার সেলের প্রতারণার ফাঁদে পড়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে, তবুও মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। আর এটাই ভাবাচ্ছে।