২৪ ঘন্টায় পাঁচ সদ্যোজাতের মৃত্যুতে উত্তাল সদর হাসপাতাল, বিক্ষোভ পরিবারের
‘মাদার অ্যান্ড চাইল্ড’ হাবে ৫ টি সদ্যোজাতর মৃত্যু হয়েছে
গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঁচ সদ্যোজাতের মৃত্যু! ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে। প্রভাব পড়েছে গোটা জলপাইগুড়িতে। ক্রন্দনরত অবস্থাতেই শিশুর মৃত্যুর তদন্তের দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ অভিভাবকদের। মৃত্যুর কারণ প্রাথমিক ভাবে অজানা। যদিও পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই সন্তানের মৃত্যু হয়েছে।
তবে এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়েনি বলেই জানিয়েছেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক।
জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রমেন্দ্রনাথ প্রামানিক সংবাদমাধ্যমকে বলেন, "ঘটনার কথা জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।" অন্যদিকে অভিযোগ, গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি সদর হাসপাতালের ‘মাদার অ্যান্ড চাইল্ড’ হাবে ৫ টি সদ্যোজাতর মৃত্যু হয়েছে। তার জেরেই হাসপাতাল চত্বরে চলছে বিক্ষোভ।