লটারি লাগলো মাছ বিক্রেতার, রাতারাতি কোটিপতি !
ত্রিশ টাকার লটারি কেটেই সেলেব্রেটি রফিকুল
গল্প হলেও সত্যি। ত্রিশ টাকা ব্যয় করেই খুলে গেল ভাগ্য। পূর্ব বর্ধমানের মাছ বিক্রেতা রফিকুল ইসলাম এখন রীতিমতো সেলেব্রিটি। মাত্র ত্রিশ টাকার লটারির টিকিট কেটে কোটি টাকা জিতে নিলেন। এর আগেও স্বল্প কিছু টাকা জিতেছেন বেশ কয়েকবার, তবে কোটি টাকা! জীবন বদলে দেয়া এমন প্রাপ্তি স্বপ্নেও ভাবা দুষ্কর।
পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত বানেশ্বরপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে ভোলা পেশায় মাছ বিক্রেতা, ভাতারের বাজারেই বসেন। বাড়িতে রয়েছেন মা-বাবা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। কোনোরকমে টানাপোড়েনের সংসার। অভ্যেসবশতই লাকি নম্বর দেখে সোমবার ৩০টাকা ব্যয় করে ৫ সেম লটারি কাটেন। তারপর ফোন মারফত অবিশ্বাস্য খবরটি এসে পৌঁছায়। কী বললেন রফিকুল? তিনি উত্তেজনা ধরে রাখতে পারেননি। বলেন, "প্রথম পুরস্কার পাব এটা কখনও কল্পনাও করতে পারিনি। এবার একটা ভাল পাকা বাড়ি তৈরি করার স্বপ্ন আমার পূর্ণ হবে। সেই সঙ্গে ব্যবসাটাও বাড়াব।" ভোলা দর্শনে ভিড় জমেছে এলাকায়।