দীঘার সমুদ্র সৈকতে এসে হাজির কয়েক হাজার বিরল প্রজাতির মাছ, চাঞ্চল্য গোটা এলাকায়
মৎস্যজীবীরা মনে করছেন এগুলি মাছ নয় বরং অন্য কিছু
হঠাৎ করেই দীঘার সমুদ্র সৈকতে একটি অদ্ভুত ঘটনা। সমুদ্র সৈকতের পড়ে রয়েছে সারি সারি মাছের মতো দেখতে কোনো একটি জীব। তবে হয়তো সেগুলি মাছ নয়। এই নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবী এবং এলাকার মানুষের মধ্যে। মাছের মতো দেখতে কয়েক হাজার প্রাণী চলে এসেছে দীঘার সমুদ্র সৈকতে। এই সমস্ত জিনিস গুলো কে দেখে মৎস্যজীবীরা বলছেন এগুলি কোনভাবেই মাছ নয়। তাদের বক্তব্য তারা এমন কোন মাছ দেখেননি। অনেকে তাদের কে সামুদ্রিক ব্যাঙ বলছেন।
তবে এখনো পর্যন্ত জানা যায় নি এই প্রাণীগুলি আসলে কি। স্থানীয়রা দাবি করেছেন সোমবার সকালে মৎস্যজীবিদের জালে এই সমস্ত প্রাণীগুলি ধরা পড়েছিল। প্রথমে ওই প্রাণীগুলোকে ধরে তার পরে সেগুলো কে মেরে ফেলে দেওয়া হয়েছে জলে। এখন দিঘার সমুদ্র সৈকতে এসে এই সমস্ত প্রাণীগুলি পৌঁছে গিয়ে দূষণ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এই নিয়ে জেলা প্রশাসনকে খবর দিয়েছে দীঘার উন্নয়ন কমিটি। মৎস্যজীবীদের কথায় এই সমস্ত প্রাণী গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পুঁতে ফেলা উচিত যাতে এরকমভাবে দুর্গন্ধ না ছড়ায়।