আগে টিকা নেবে কে? করোনা টিকার ডোজ নিতে গিয়ে রীতিমতো হাতাহাতি বারাসাতে
বারাসাত হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়; রয়েছে থমথমে পরিবেশ
১৯ এপ্রিল বারাসাত হাসপাতালে টিকার জন্য চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। সেই দিন থেকে ধারাবাহিকভাবে এরকম একটি চিত্র আমরা রোজ দেখতে পাচ্ছি। জেলায় জেলায়, কে ভ্যাকসিন পাবেন আগে তা নিয়ে রীতিমতো বিশৃংখলা চলছে। এবারে বুধবার বারাসাত হাসপাতালের একটি বিশৃংখলার ছবি একেবারে হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেল। সূত্রের খবর, দ্বিতীয় ডোজ এর টিকা নেওয়ার জন্য বেশ কয়েকজন লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোররাত থেকে। তারপর লাইনে কে আগে রয়েছে এবং কে পরে রয়েছে তার নিয়ে বিস্তর তর্কাতর্কি শুরু হয়।
মুহুর্তের মধ্যে করোনা সতর্কতা বিধিকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কয়েকজন হাতাহাতি শুরু করে। একজন প্রত্যক্ষদর্শী বলছেন, তারা ওই ঝামেলা তাড়াতাড়ি মেটানোর চেষ্টা করেছিল। কিন্তু কেউ কাউকে মানতে চাইছেন না। লাইন যাতে যথাযথ থাকে সেটা দেখার মত চমকে দেখা গেল না। হাসপাতালে একাংশের সঙ্গে পরিচিত থাকার সুবাদে অনেকে আবার এগিয়ে আসলেন এবং এই ঝামেলা সামলানোর চেষ্টা করলেন। যদি হাসপাতালে পক্ষ থেকে এই মর্মে কিছু জানানো হয়নি।