আসানসোলের ইভিএম বিতরণ কেন্দ্রে বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/04/2021   শেষ আপডেট: 26/04/2021 5:05 a.m.

ওই শিক্ষিকা যখন অসুস্থ হয়েছিলেন তখন কেন তাকে ফেলে রাখা হয়েছিল সেই নিয়ে উঠেছে প্রশ্ন

এবারে ভোটের ডিউটি পালন করতে গিয়ে ইভিএম বিতরণ কেন্দ্রে মর্মান্তিক মৃত্যু হল আসানসোলের ভোট কর্মী তথা শিক্ষিকা অনিমা মুখোপাধ্যায়ের। তার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে তিনি অসুস্থ হয়ে পড়ার পরেও দীর্ঘক্ষন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ভোটের কাজে গিয়েছিলেন সালানপুর পিঠাইকেয়ারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা অনিমা মুখোপাধ্যায়। সেখানে আচমকা তার শ্বাসকষ্ট শুরু হয়।

তবে, অভিযোগ ওঠে তাকে বিনা চিকিৎসায় সেখানে ফেলে রাখা হয়েছিল। তারপরে যখন তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর অনুযায়ী, অনিমা দেবীর একটি ছেলে রয়েছে যে বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত। অনিমা মুখোপাধ্যায়ের শরীর খারাপের কারণ কি ছিল, তা বর্তমানে খতিয়ে দেখছে প্রশাসন। পাশাপাশি, আসানসোলের এই ইভিএম বিতরণ কেন্দ্রে দেখা গেল ভোট কর্মীরা রীতিমতো ধাক্কাধাক্কি করছেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন প্রবলভাবে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তে এরকম ভাবে কি করে সমস্ত বিধিনিষেধ উড়িয়ে দিচ্ছেন ভোট কর্মীরা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।