নয়া কর্মসূচি সংযুক্ত কিষান মোর্চার, এবার প্রতিদিন দিল্লিতে শান্তিপূর্ণ ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা
পার্লামেন্টের শীতকালীন অধিবেশন চলার সময় প্রতিদিন ৫০০ সদস্যের ট্রাক্টর মিছিল হবে
প্রায় এক বছর কেটে গিয়েছে কৃষক বিদ্রোহের। তবুও এখনও অব্দি তিন কৃষক বিলের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি কেন্দ্র সরকার। গতবছর ২৬ নভেম্বর নয়া কৃষক বিলের প্রতিবাদে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক এসে রাজধানী শহর দিল্লির বাইরে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিল। প্রায় এক বছর হয়ে গেলেও এখনো চলছে সেই আন্দোলন। এই পরিস্থিতিতে সংযুক্ত কিষান মোর্চা আগামী ২৬ নভেম্বর থেকে এক নয়া কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছে। তারা জানিয়েছে যে প্রতিদিন পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার সময় সেখানে ৫০০ কৃষকের একটি দল শান্তিপূর্ণভাবে ট্রাক্টর মার্চ করবে এবং কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। প্রসঙ্গত উল্লেখ্য, পার্লামেন্টের শীতকালীন অধিবেশন আগামী ২৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর অব্দি চলবে।
সংযুক্ত কিষান মোর্চার শান্তিপূর্ণ ট্রাক্টর মার্চ সম্বন্ধে চলতি সপ্তাহের মধ্যেই কৃষক এবং দিল্লি পুলিশের মধ্যে একটি বৈঠক হতে পারে। তবে এই প্রসঙ্গে কিষান মোর্চার প্রধান রাকেশ টিকাইত জানিয়েছেন, "কৃষকরা ঠিক করেছে তারা এবার দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলন দেখাবে। সংযুক্ত কিষান মোর্চার ৫০০ জন সদস্য সম্পূর্ণ অনুশাসনের সাথে শান্তিপূর্ণভাবে ট্রাক্টর নিয়ে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের সময় আন্দোলন জানাবে।" তবে দিল্লি পুলিশ আদেও অনুমতি দেবে নাকি সেই প্রশ্ন উঠলে তিনি প্রশ্ন ছুঁড়ে বলেছেন, "কৃষকরা কি চীন দেশ থেকে আসছে যে তাদের অনুমতি নিতে হবে দিল্লিতে ঢোকার জন্য?"
এছাড়া সংযুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে যে আগামী ২৬ নভেম্বর দিল্লি সীমান্তে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থান থেকে প্রচুর সংখ্যক কৃষক আসবেন। সেদিন তারা দিল্লি সীমান্তে পৌঁছে কৃষক বিদ্রোহে শহীদ হওয়া ৬৫০ জনের আত্মার শান্তি কামনা করবেন।