সোনারপুরে কসবা কাণ্ডের ছায়া, আবার পুলিশের জালে ভুয়ো টিকাকরন কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/07/2021   শেষ আপডেট: 24/07/2021 9:23 p.m.

ঘটনা সবিস্তারে জানতে চেয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর

কদিন আগেই ভুয়ো ভাক্সিনের হাত ধরেই কসবা থেকে পাকড়াও হয়েছে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল দক্ষিন চব্বিশ পরগনার সোনারপুরে। এবার অভিযুক্ত খোদ স্বাস্থ্য দপ্তরের কর্মী।

সুত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই সোনারপুরে বেশ কয়েকটি ভুয়ো টিকাপ্রদান ক্যাম্প-এর আয়োজন করেন সোনারপুরেরই বাসিন্দা মিঠুন মণ্ডল। মিঠুন পেশায় একজন ফার্মাসিস্ট। তার এই ভুয়ো ভ্যাক্সিন শিবিরের কথা সামনে আসতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের পরিবার কল্যান বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছেন।

এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হতেও বেশি দেরি হয়নি শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে। জেলার এক বিজেপি নেতার দাবি, তৃনমূলের ‘চোর’-এরা কেন্দ্র সরকারের দেওয়া বিনামুল্যের ভ্যাক্সিন গরিব মানুষকে না দিয়ে বাজারে বিক্রি করছে। এই ঘটনা তারই প্রমান। অপরদিকে শাসকদলের প্রত্যুত্তর, যে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছেন, তার সাথে পৌরসভা বা শাসকগোষ্ঠীর কোনও সম্পর্ক নেই। উপযুক্ত তদন্ত করে পৌরসভা অপরাধীকে উপযুক্ত শাস্তি প্রদান করবে।