চূড়ান্ত হল কলকাতা-হাওড়ায় পুর নির্বাচনের সূচী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/11/2021   শেষ আপডেট: 07/11/2021 10:10 a.m.
ইভিএম -

এখন শুধু নির্বাচন কমিশনের শিলমোহর দেওয়া বাকি

পুজোর পালা সাঙ্গ হতেই বেজে উঠল কলকাতা ও হাওড়ার পুরভোটের ঘন্টা। পুরদপ্তরের সাথে নির্বাচন কমিশনের আলোচনাও প্রায় শেষ। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ নভেম্বর দুই পুরসভাতেই বকেয়া নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। এই মর্মে ২৫ শে নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৫০টি ওয়ার্ডে (পূর্বতন কর্পোরেশন) ভোটগ্রহণের দিন ১৯ ডিসেম্বর (রবিবার) এবং গণনার দিন ২২ ডিসেম্বর (বুধবার) ধার্য হয়েছে।

পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল অর্থাৎ শনিবার জানিয়েছেন, "দুই পুরসভার বকেয়া ভোটের সম্ভাব্য দিনক্ষণ জানতে চেয়েছিল কমিশন। রাজ্য সরকার থেকে চিঠি দিয়ে নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়েছে।" অন্যদিকে, উত্তরবঙ্গে নবনির্মিত ময়নাগুড়ি ও ফালাকাটা এবং নির্বাচন বাকি থাকা ১১০টি পুরসভায় ভোটগ্রহণ হতে পারে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। নিরাপত্তার কারণে এবং পুলিশের দরকারে জেলার পুরভোট দুই বা তিন দফায় করা যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।

কমিশন আরও জানিয়েছে, ২৫শে নভেম্বর তাদের দ্বারা বিজ্ঞপ্তি জারি করার পরেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। কলকাতা ও হাওড়া দুই পুরসভাতেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২রা ডিসেম্বর। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ৩রা ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ঠা ডিসেম্বর। হাতে সময় কম, তাই বিদায়ী কাউন্সিলররা নিজেদের বকেয়া উন্নয়নমূলক কাজ মেটানোর জন্য তৎপরতা দেখাচ্ছেন, বলাই বাহুল্য।