ইভিএমে গাফিলতি হলেই কড়া শাস্তি, চতুর্থ দফা নির্বাচনের আগেই তৎপর নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/04/2021   শেষ আপডেট: 08/04/2021 6:07 a.m.
instagram.com/crpf_india

চতুর্থ দফার নির্বাচনের জন্য বাংলায় আসতে চলেছে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রথম তিন দফায় দফায় দফায় গন্ডগোলের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। এবারে চতুর্থ দফার জন্য একেবারে তৈরি নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোট এর আগে পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গোলমাল হলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। সেই সঙ্গে দ্রুত রিপোর্ট পাঠানোর কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। হাওড়ার উলুবেরিয়া ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন পাওয়া গিয়েছিল তৃণমূল নেতার বাড়ি থেকে। আগামী ১০ এপ্রিল শনিবার ৪৪টি আসনে নির্বাচন হতে চলেছে পশ্চিমবাংলায়। তার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শাসক দলের সঙ্গে বৈঠক সেরে নিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

এই বৈঠকে তিনি বললেন, ইভিএমে যদি কোনভাবে গাফিলতি হয় তাহলে কিন্তু তাদের কড়া শাস্তির মুখোমুখি হতে হবে। তার পাশাপাশি জানিয়ে দিলেন চতুর্থ দফার নির্বাচনের জন্য আরো ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বাংলায়। এছাড়াও শনিবার ভোটিং বুথে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া হাওড়া পুলিশ কমিশনারেট থাকবে ৯৯ কোম্পানি, হাওড়া গ্রামীনে থাকবে ৩৫ কোম্পানি, বারুইপুর পুলিশ জেলায় থাকবে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে কোচবিহারে ১৮৩ কোম্পানি, আলিপুরদুয়ারে থাকবে ৯৬ কোম্পানি এবং ডায়মন্ড হারবারে থাকবে ৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও আধাসেনা কে ভোটের দিন কাজে লাগানো হতে পারে বলে জানা যাচ্ছে।