প্লাজমা দিতে এসে ফিরে গেলেন করোনা–জয়ীরা
পরিকাঠামো নেই হাসপাতালে
করোনায় ভুগে অন্তত মাস চারেক আগে যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের রক্তের প্লাজমা করোনা চিকিৎসার গুরুত্বপূর্ণ হাতিয়ার৷ অথচ রানাঘাট মহকুমা হাসপাতাল শুক্রবার ফিরিয়ে দিল প্লাজমা দান করতে আসা আট জনকে৷
নদীয়া জেলায় শক্তিনগর জেলা হাসপাতালে ১৪ অক্টোবর প্রথম প্লাজমা দান করেন চার সিভিক ভলান্টিয়ার৷ জেলা প্রশাসনের নির্দেশে রানাঘাট পুরসভা শুক্রবার দশজন করোনা–জয়ীকে প্লাজমা দানের জন্য মহকুমা হাসপাতালে পাঠায়৷ দু’জনের রক্ত নেওয়াও হয়৷ এরপর কর্তৃপক্ষ জানান, প্লাজমা সংগ্রহের জন্য রক্তের উপাদান আলাদা করার পরিকাঠামো হাসপাতালে নেই৷ ফলে ফিরে যেতে হয় আট জনকে৷
জেলায় প্লাজমা সংগ্রহের ব্যবস্থা রয়েছে শুধু শক্তিনগর জেলা হাসপাতাল ও জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে৷ তাহলে কেন ওই দশজনকে মহকুমা হাসপাতালে আসতে বলা হল? ভারপ্রাপ্ত সুপার জানান, ভুল বোঝাবুঝির জন্য এ ঘটনা ঘটেছে৷ জেলাশাসক বলেন, রানাঘাটে কিছু অসুবিধার কারণে প্লাজমা সংগ্রহ করা যায়নি৷ তবে দ্রুত সমস্ত ব্যবস্থা করা হবে৷
তাঁর আশ্বাসই আপাতত ভরসা নদীয়াবাসীরা৷