বিপদ পিছু ছাড়ছে না দুর্গাপুরের
ডিপিএল–এ তীব্র বিস্ফোরণে মৃত্যু কর্মীর
কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজের লকগেট ভাঙায় এখনও সমস্যায় রয়েছেন এলাকার মানুষ৷ এরই মধ্যে নতুন বিপত্তি৷ মঙ্গলবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে বিস্ফোরণে মৃত্যু হল এক কর্মীর৷ গুরুতর আহত আরেকজন৷
এদিন সকাল এগারোটা নাগাদ জোরালো বিস্ফোরণ ঘটে ডিপিএল–এর ৭ নম্বর কনস্ট্রাকশন গেটের কাছে৷ অভিঘাতে কেঁপে ওঠে এলাকা৷ কাছেই বাগানে কাজ করছিলেন ওমপ্রকাশ চৌহান নামে এক ঠিকা শ্রমিক৷ বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় তাঁর দেহ৷ ওখানেই ছিলেন আরেক কর্মী রাম রুইদাস৷ দুটি পা–ই উড়ে যায় তাঁর৷
কীভাবে হল এই বিস্ফোরণ? খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ডিপিএল৷ পাওয়ার প্ল্যান্টের জিএমের মতে, বিদ্যুৎ সংক্রান্ত কোনও কারণে নয়, বিস্ফোরণ হয়েছে বিস্ফোরক থেকে৷ আসানসোল–দুর্গাপুর পুলিশের কমিশনারের অনুমান, কারখানার ভিতরে থাকা কোনও রাসায়নিক থেকেই ঘটেছে বিস্ফোরণ৷ বাইরে থেকে বিস্ফোরক আনা হয়নি বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিধায়ক বলেন, নিরাপত্তায় গাফিলতি থাকতে পারে৷ উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে৷