বিজেপি নেতা সায়ন্তন বসুকে শোকজের চিঠি পাঠালেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/12/2020   শেষ আপডেট: 23/12/2020 6:34 a.m.
সায়ন্তন বসু twitter.com/basusayan

বিতর্কিত মন্তব্যের জেরে এই শোকজ— ৭ দিনের মধ্যে উত্তর তলব

দলের গুরুত্বপূর্ণ নেতা সায়ন্তন বসুকে শোকজ করা হলো বিজেপি তরফেই। অতিসম্প্রতি তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে যোগদান করার সম্ভাবনা তৈরি হয়। এই সম্ভাবনার প্রেক্ষিতেই বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়, মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল-রা বিরোধিতা শুরু করেন। বিরোধিতা করেন সায়ন্তন বসুও। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “জিতেন্দ্র তেওয়ারিকে দলে নেওয়াটা ঠিক হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনা করবো।”

আর এই মন্তব্যের জেরেই ওঁর কাছে শোকজের নোটিশ পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৭ দিনের মধ্যে চিঠির উত্তর দিতে বলা হয়েছে সায়ন্তনকে। ইতিমধ্যেই নাকি দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।

বিতর্কিত মন্তব্য করার জেরেই আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকেও শোকজ করেছেন দিলীপ ঘোষ।