শুরু হয়েও শেষ হল না ঘর তৈরির কাজ
প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র–রাজ্য
আশা ছিল বর্ষার আগেই তৈরি হয়ে যাবে মাথা গোঁজার ঠাঁই৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় শুরুও হয়েছিল গরিবদের জন্য ঘর তৈরি৷ কিন্তু মাঝপথেই থেমে গেল সেই কাজ৷ ধুপগুড়ি পুরসভার ফান্ডে নাকি টাকা নেই উত্তরবঙ্গের ধুপগুড়ি পুরসভা তার ১৬টি ওয়ার্ডের দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের জন্য ‘হাউস ফর অল’ প্রকল্পে ঘর তৈরির কাজ শুরু করেছিল৷ এই প্রকল্পে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বরাদ্দ টাকা এসে যাওয়ার কথা৷ কয়েক মাস টাকা এসেওছিল৷ কিন্তু তারপরেই হঠাৎ বন্ধ হয়ে যায় টাকা আসা৷ ফলে বন্ধ ঘর তৈরির কাজও৷ গত বর্ষায় অসমাপ্ত ঘরের কারণে প্রবল অসুবিধায় পড়তে হয় দিনদরিদ্র মানুষগুলিকে৷ ওয়ার্ড কাউন্সিলার, এমনকি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের কাছে বারবার জিজ্ঞাসা করেও উত্তর না পেয়ে চরম ক্ষুব্ধ তাঁরা৷
বুধবার পৌরসভার বোর্ড মিটিংয়ে এ নিয়ে বিজেপির চার কাউন্সিলার প্রশ্ন তোলেন৷ তাঁদের অভিমত, দুর্নীতির কারণেই চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান পৌরসভার ফান্ডে টাকা না থাকার কথা বলছেন৷ ঘর তৈরির পুরো টাকা দ্রুত পাওয়া না গেলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা৷ পৌরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকার কেউই তাঁদের দেয় টাকা পাঠায়নি৷ ফলে কিছু ঘর তৈরি বাকি আছে৷ পুর নগর উন্নয়ন দপ্তরকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷