নিম্নচাপের চোখরাঙানি - মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বিঘ্নিত
আগামী চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
রবি থেকে বুধ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে রাজ্য। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতভারী বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন
একইভাবে বৃষ্টির পূর্বাভাসে বাড়তি সতর্ক সিইএসই। বিদ্যুত সরবরাহ সংক্রান্ত যে কোনো সমস্যা ১৯২১ নম্বরে ফোন করে জানতে আর্জি জানানো হয়েছে।
এই নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গের বৃষ্টি বেশি হবে বলে জানিয়েছে আলিপুর। বাড়তি বৃষ্টির কারণে নদীর জলস্রোত বেড়ে ধস নামার সম্ভাবনা আছে পাহাড়ি এলাকায়। এর জেরেই কাল উত্তরবঙ্গ সফরে না গিয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর যাবেন মুখ্যমন্ত্রী।