ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আবহাওয়ার খবর
উপকূলে ঝোড়ো হাওয়া সহ জলোচ্ছ্বাসের সম্ভাবনা
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর তার জেরেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। গতদিনও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর–পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এলাকার উপর তৈরি হয়েছে নিম্নচাপ। ফলত আগামী তিন চার দিন সমগ্র দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আজ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থান করছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাবে নিম্নচাপের বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাজুড়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে, উপকূলে ঝোড়ো হাওয়া সহ জলোচ্ছ্বাসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা হাওয়া অফিস। ঝড়ের গতিবেগ প্রায় ঘন্টায় ৫০ কিমি থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসাথে, উত্তরের পার্বত্য অঞ্চলেও হতে পারে ভারী বৃষ্টি। আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।