একুশের মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/11/2020   শেষ আপডেট: 26/11/2020 6:04 a.m.
পার্থ চট্টোপাধ্যায় - aitcofficial.org

সিলেবাস থেকে পরীক্ষার দিন— সব বিষয়েই কথা হলো বুধবার

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা আয়োজন করা নিয়ে চিন্তায় শিক্ষা মন্ত্রক। এই পরিস্থিতিতে বুধবার এক সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেদের অবস্থান জানালেন। বললেন, “২০২১-এর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে ৩০-৩৫ শতাংশ কমিয়ে নেওয়ার প্রস্তাব দেয় মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটি। স্কুলশিক্ষা দপ্তর সেই প্রস্তাব মেনে নিয়েছে।”

শিক্ষামন্ত্রীর প্রস্তাবে শিক্ষার্থীরা অনেকেই খুশি। কিন্তু সিলেবাস কমিয়ে পরীক্ষা করার বিপক্ষেও কথা শুরু করেছেন অনেকে। তাঁদের দাবি, এর ফলে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে পিছিয়ে যাবে রাজ্যের শিক্ষার্থীরা।

এইদিন শিক্ষামন্ত্রীকে পরীক্ষার দিন বিষয়ে জানতে চাওয়া হলে উনি বলেন, “সবটাই আলোচনার পর্যায়ে আছে। আমাদের দেখতে হবে কিভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পঠনপাঠন দুদিক ব্যালেন্স করা যায়।” নির্ধারিত সময়ের পরে হলেও পরীক্ষা হবেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।