আইনের ডিগ্রি ছাড়াই আইন স্কুলের ডিন, বিতর্ক তুঙ্গে
অভিযোগের তির আইআইটি খড়্গপুরের দিকে
প্রতিষ্ঠান আইন শিক্ষার, অথচ এই প্রতিষ্ঠানের ডিনের নেই আইনের (Law) ডিগ্রি। এমনই এক অভিযোগ উঠল দেশের চতুর্থ সেরা আইন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সূত্রের খবর, খড়্গপুর আইআইটি-র (IIT Kharagpur) ‘রাজীব গান্ধী স্কুল অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল’ বিভাগের ডিন একজন ওই আইআইটির ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। যা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যদিও এতকিছুর পরও কোন ভ্রূক্ষেপ নেই কর্তৃপক্ষের এমনটাই অভিযোগ। দেশের এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমন কার্যকলাপে প্রশ্ন তুলেছেন শিক্ষা শিবিরের একাংশ। তাঁদের দাবি এই নিয়োগ বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি (UGC) কমিশনের নিয়ম মোতাবেক হয়েছে কী না এ নিয়ে তীব্র সন্দেহ আছে। একজন প্রযুক্তি বিভাগের শিক্ষক কীভাবে আইন স্কুলের ডিন পদে আসীন হলেন তা নিয়ে চাপানউতোর অব্যাহত।
সূত্রের খবর, গতবছর জুন মাসে ওই শিক্ষককে ডিন পদে নিয়োগ করা হয়। এরপর এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে আইআইটি খড়্গপুরের কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়। এক বছর দু মাস কেটে যাওয়ার পরও ওই শিক্ষককে ডিন পদে বহাল রাখার অভিযোগ উঠেছে। বলা হয়, দেশের আইন শিক্ষার প্রতিষ্ঠানগুলি ঠিকমতো চলছে কী না তা দেখভালের দায়িত্ব বার কাউন্সিল অফ ইন্ডিয়ারও রয়েছে। এই কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিষ্ঠানের ডিন পদে আসীন ব্যক্তির নিয়োগ নিয়ম বহির্ভূত। দেশের সমস্ত আইন শিক্ষার প্রতিষ্ঠানের ডিনের আইন ডিগ্রি থাকা জরুরি, অথচ এই প্রতিষ্ঠানে সেই নিয়ম পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনা নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে দাবি করা হয়েছে, এই নিয়োগ নিয়মমাফিক হয়নি। যদিও প্রতিষ্ঠানের দাবি, এটি একটি প্রশাসনিক পদ। যেহেতু তিনি আইনের শিক্ষার্থীদের পড়াচ্ছেন না, তাহলে সমস্যা থাকার কথা নয়। পাশাপাশি আরও বলা হয়েছে, সাধারণ আইন শিক্ষার প্রতিষ্ঠানের তুলনায় এই প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে কিছু পার্থক্য আছে। আইআইটির অধিকর্তা এই প্রতিষ্ঠানেরও অধিকর্তা। তাঁর যদি আইনের ডিগ্রি না থাকে, তাহলে এক্ষেত্রেও কোন সমস্যা নেই।