তৃণমূল রাজ্যে ভাঙন চায়, বিজেপি চায় উন্নতি - শ্লেষ নাড্ডার
টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখে তৃণমূল, চাঁচাছোলা নাড্ডা
একুশের বিধানসভা ভোটের আগে ফের একবার পশ্চিমবঙ্গের শাসকদলকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। উত্তরবঙ্গ সফর শেষে নাড্ডা বলেন, তৃণমূল রাজ্যে বিভেদের রাজনীতি করে। কিন্তু বিজেপির মূল ভিত্তিই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস' মন্ত্র। আরও একধাপ এগিয়ে নাড্ডা অভিযোগ করেন, ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে বিভিন্ন সংগঠনকে টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখছে রাজ্যের বর্তমান শাসকদল, এবং ভয় বা লোভ দেখিয়ে বহু বিজেপি কর্মীকে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন
একুশের বিধানসভা ভোটের আগে যুযুধান দুই পক্ষ তৃণমূল ও বিজেপির আক্রমণ, প্রতি আক্রমণ থেকে স্পষ্ট দু দলই নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। নাড্ডার বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল শিবির থেকে কি প্রতিক্রিয়া মেলে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।