টহলদারির সময় খাদে গাড়ি, লাদাখে মৃত পূর্ব মেদিনীপুরের সিআরপিএফ জওয়ান
মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়
মর্মান্তিক দূর্ঘটনায় আবারও মৃত্যু হল বাংলার এক জওয়ানের। জানা গিয়েছে, লাদাখে (Ladakh) টহলদারি দেওয়ার সময় খাদে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) তমলুক (Tamluk) শহরের এক সিআরপিএফ (CRPF)জওয়ানের।
মৃত জওয়ানের নাম নন্দ রানা (৩৬)। তাঁর বাড়ি তমলুকের হরশঙ্কর গ্রামে। তিনি সিআরপিএফ-এর ৪২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সূত্রের খবর, সোমবার সকালে লাদাখের পার্বত্য রাস্তায় টহলদারির সময় আচমকাই তাঁদের গাড়ি খাদে পড়ে যায়। গুরুতর আহত হন গাড়িতে থাকা চার জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় নন্দর।
দুপুরবেলা সিআরপিএফ-এর তরফ থেকে নন্দর পরিবারে তাঁর মৃত্যুসংবাদ পাঠানো হয়। সিআরপিএফ সূত্রে খবর, মঙ্গলবার মৃত জওয়ানের ময়না তদন্ত (postmortem) করা হবে। বুধবার গ্রামে ফিরতে পারে দেহ। তমলুকেই শেষকৃত্য সম্পন্ন করা হবে তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘরের ছেলের আকস্মিক মৃত্যুতে শোকে বিহ্বল নন্দর পরিবার।