"টাইগার ইজ ব্যাক" সুশান্ত ঘোষের 'প্রত্যাবর্তন', ৬ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে সভা অনুষ্ঠিত হতে চলেছে
'এই জনসভায় রাজ্য সরকারের মুখোশ খুলবো' বললেন প্রাক্তন সিপিএম মন্ত্রী সুশান্ত ঘোষ
২০১১ সালে ৩৪বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। সেই সময় বেনাচাপড়া কঙ্কাল কান্ডে নাম জড়িয়েছিল সিপিএম এর প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের। তারপর কেটে গেছে দশবছর। গড়বেতায় একবারের জন্যেও দেখা যায়নি সুশান্ত ঘোষ। হঠাৎ করেই আগামী বিধানসভা নির্বাচনের আগে ফিরে এলেন সুশান্ত।
আগামী ৬ই ডিসেম্বর প্রায় ১০,০০০ সিপিএম কর্মী সমর্থক নিয়ে গড়বেতায় প্রবেশ করতে চলেছেন তিনি। সেই জনসভার পূর্বপ্রস্তুতি হিসাবে লাল পতাকায় ছেয়ে গেছে গড়বেতা। এখনও পর্যন্ত সুশান্ত ঘোষের বিরুদ্ধে কঙ্কাল কান্ডের অভিযোগ প্রমাণিত হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ৬ই ডিসেম্বরের জনসভায় তিনি রাজ্য সরকারের মুখোশ খুলতে চলেছেন।
সূত্রের খবর, কলকাতার দলীয় রাজ্য দফতর মুজফফর আহমেদ ভবনে রাজ্য নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে দেখা করে এসছেন সুশান্ত ঘোষ। দলের তরফে সুশান্ত বাবুর ওপর থেকে সাসপেনশন তুলে নিয়ে পশ্চিমমেদিনীপুর জেলা সম্পাদকমন্ডলীর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ৬ তারিখ চন্দ্রকোণায় জনসভা করার পর যাবেন গড়বেতায়। পশ্চিমমেদিনীপুর প্রত্যেকটি বিধানসভা এলাকায় পোষ্টার পড়েছে সুশান্ত ঘোষের নামে। সেই পোষ্টারে কোথাও লেখা আছে 'টাইগার ইজ ব্যাক', কোথাও বা কর্মীদের দাবি সুশান্ত ঘোষকে দলের সামনের সারিতে আনা হোক। একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাঁকুড়া বিধানসভার দায়িত্বে আছেন সুশান্ত ঘোষ।