পশ্চিমবঙ্গের সুস্থ হলেন ১০,০০০ করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/06/2020   শেষ আপডেট: 08/08/2020 3:01 p.m.
করোনা @martinsanchez

বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় ১০,০০০ করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন এবং গত ১২ দিনের সময় কালে মোট রোগীর সংখ্যা কমেছে ৮৪১ জন।

সুস্থতার হার এদিন প্রায় ৬৫ শতাংশ ছড়িয়েছে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১০,১৯০ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সুস্থতার হার বাড়লেও নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন এবং মৃত্যু হয়েছে আরো ১২ জনের। হাওড়ায় ২ জন, কলকাতায় ৪ জন এবং হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ১জন করে মারা গিয়েছেন।