শান্তিনিকেতনে মার্কেট কমপ্লেক্স করবে বিশ্বভারতী
সোমবার থেকে শুরু হয়েছে কাজ
রতনপল্লির ‘অমর্ত্য মার্কেট’–এ ছোট ব্যবসায়ীরা যেমন খুশি জমি দখল করে দোকানপাট চালিয়ে আসছিলেন৷ এ নিয়ে অভিযোগও ছিল বিস্তর৷ এবার নিজেদের নিয়ন্ত্রণে একটি স্থায়ী মার্কেট কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ কাজও শুরু হয়ে গেছে সোমবার থেকে৷
স্থির হয়েছে, পরিকল্পনাহীন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানঘরগুলি ভেঙে দিয়ে কমপ্লেক্সের পিছন দিকে একই পরিমাণ জমিতে নতুন করে বানানো হবে৷ কমপ্লেক্সে যাঁরা ব্যবসা করবেন, তাঁদের ১১ মাসের চুক্তিতে দোকান ভাড়া দেওয়া হবে৷ মোট চার বার নবীকরণ করা যাবে চুক্তি৷ তারপর ভাড়ার পরিমাণ বা দোকানের আয়তন পরিবর্তন করতে পারবে বিশ্বভারতী৷ এর ফলে দোকানদাররা আইনসঙ্গত ভাবে ব্যবসা করতে পারবেন, পাশাপাশি বিশ্বভারতীরও কিছু উপার্জন হবে৷ মার্কেটের সামনের দিকে ফাঁকা জায়গায় বসার ব্যবস্থা ও একটি চায়ের স্টল তৈরিরও পরিকল্পনা হয়েছে৷
সোমবার শুরু হয়েছে দোকানঘরগুলি ভাঙার কাজ৷ বিশ্বভারতীয় এই উদ্যোগে খুশি এলাকাবাসী৷ এখন চলছে মার্কেট কমপ্লেক্সের নাম স্থির করার পালা৷