রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতার দরজায় বিজেপি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/11/2020   শেষ আপডেট: 03/11/2020 6:23 p.m.
সোনিয়া গান্ধী

কংগ্রেসের আসন কমে ৩৮

লোকসভায় আগে থেকেই ছিল বিপুল সংখ্যাগরিষ্ঠতা৷ এবার রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷

সোমবার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে রাজ্যসভা নির্বাচন ছিল৷ সেখানে এনডিএ জিতে নিয়েছে মোট ৯টি আসন৷ উত্তরপ্রদেশে ১০টির মধ্যে ৮টিতে বিজয়ী হয়েছে বিজেপি৷ উত্তরাখণ্ডের একমাত্র আসনটিও এসেছে তাদের দখলে৷

ইতিহাসে এই প্রথমবার রাজ্যসভায় কংগ্রেসের আসন নেমে গেল ৪০–এরও নিচে৷ আপাতত তাদের দখলে সংসদের উচ্চকক্ষের ৩৮টি আসন৷ আর ২৪৫ আসনের রাজ্যসভায় এনডিএ জোটের মোট আসনসংখ্যা হল ১১৮, যার মধ্যে একা বিজেপির ঝুলিতেই রয়েছে ৯২টি আসন৷ ১ ডিসেম্বর কর্ণাটকে রাজ্যসভার একটি আসনে ভোট হওয়ার কথা৷ বিধায়কের সংখ্যা বলছে, সেখানেও জিততে চলেছে বিজেপি–ই৷