আরও ৩৪ টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস
চাঁপাদানিতে আব্দুল মান্নান, বহরমপুরে মনোজ চক্রবর্তী, দেখে নিন বাকিরা কোথায়
একুশে বাংলার বিধানসভা নির্বাচনে বাম ও আইএসএফের সাথে জোটবদ্ধ হয়ে লড়ছে কংগ্রেস। প্রথম দফায় ১৩ জন ও দ্বিতীয় দফায় ৩ জনের নাম, অর্থাৎ ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে আগেই। গতকাল আরও ৩৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, বামেরা ১৬৫টি, কংগ্রেস ৯২টি ও আইএসএফ ৩৭টি আসনে জোটবদ্ধ হয়ে মাঠে নামছে এবার। একনজরে দেখে নিন কে কে হলেন কংগ্রেসের নির্বাচনী যোদ্ধা :
চাঁপাদানি : আব্দুল মান্নান
জলপাইগুড়ি : সুখবিলাস বর্মা
বহরমপুর : মনোজ চক্রবর্তী
মাটিগাড়া-নকশালবাড়ি : শংকর মালাকার
আলিপুরদুয়ার : দেবপ্রসাদ রায়
সিতাই : কেশবচন্দ্র রায়
তুফানগঞ্জ : রবীন রায়
ফাঁসিদেওয়া : সুনীল চন্দ্র তিরকে
রায়গঞ্জ : মোহিত সেনগুপ্ত
চাঁচল : আসিফ মেহেবুব
হরিশচন্দ্রপুর : আলম মোস্তাক
মালতীপুর : আলবেরুনি জুলকারন্যান
মানিকচক : মোত্তাকিন আলম
মালদহ : ভূপেন্দ্রনাথ হালদার
সুজাপুর : ইশা খান চৌধুরী
ফরাক্কা : মণিউল হক
সুতি : হুমায়ুন রেজা
লালগোলা : আবু হেনা
রানিনগর : ফিরোজা বেগম
বড়ঞাঁ : শিলাদিত্য হালদার
কান্দি : সাইফুল আলম খান
ভরতপুর : কমলেশ চট্টোপাধ্যায়
বেলডাঙা : শেখ সাইফুজ্জামান
ক্যানিং পশ্চিম : প্রতাপ মণ্ডল
বজবজ : শেখ মুজিবুর রহমান
হাওড়া মধ্য : পলাশ ভাণ্ডারি
শ্যামপুর : অমিতাভ চক্রবর্তী
আমতা : অসিত মিত্র
উদয়নারায়ণপুর : উদয়নারায়ণপুর
শ্রীরামপুর : অলোকরঞ্জন বন্দ্যোপাধ্যায়
সপ্তগ্রাম : পবিত্র দে
ধনেখালি : অনির্বাণ সাহা
পুরশুড়া : মণিকা মল্লিক ঘোষ
হাসান : মহম্মদ মিলটন রশিজ
আপাতত ৫০ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। বাকি ৪২ টি আসনে অতি শীঘ্রই প্রার্থী ঘোষণা হবে।