Upper Primary Recruitment: অভিযোগ জমা দেওয়ার সময়সীমা বাড়ল, জমা হবে ৩১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/07/2021   শেষ আপডেট: 25/07/2021 2:49 p.m.

তিন প্রক্রিয়ার মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের কাছে অভিযোগ জমা দিতে পারবে চাকরি প্রার্থীরা

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের অভিযোগ জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে যে, প্রার্থীদের অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হল। অভিযোগ জমা করার দিন বৃদ্ধি করার জন্য বহু ইচ্ছুক চাকরিপ্রার্থী নতুন করে আশার আলো দেখছে। আসলে কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশন নম্বরসহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করলেও অনেকেই দাবি করে কাট অফ স্কোরের ওপর নম্বর থাকা সত্ত্বেও তাঁদের নাম ইন্টারভিউ তালিকায় আসেনি। আবার অনেকে দাবি করেন যে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন আপলোড রিজেক্ট হওয়ার কারণে সেই তালিকায় তাঁদের নাম নেই। প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কমিশনকে অভিযোগ জমা নেওয়ার রায় দেয়। সেই অনুযায়ী ১০ জুলাই কমিশন দুই সপ্তাহ ধরে অভিযোগ গ্রহণ করার বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারপর অবশ্য সেই সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই অব্দি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় অনুযায়ী ইচ্ছুক প্রার্থীরা কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবে। শুধুমাত্র তিন প্রক্রিয়ার মাধ্যমে এই অভিযোগ জানানো যাবে। সেগুলি হল:

১) প্রার্থীরা অভিযোগসহ সমস্ত ডকুমেন্ট কেবলমাত্র grievanceredress@wbcssc.co.in এই ই-মেল অ্যাড্রেসে পাঠাবে। অন্য কোনও মেল অ্যাড্রেসে পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।

২) সরাসরি কমিশনে সমস্ত ডকুমেন্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে। কমিশন উল্লেখিত ঠিকানা ইংরেজিতে বড় হাতে লিখে তা জমা করতে হবে।

৩) স্পিডপোস্ট বা রেজিস্টার্ড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হলে সমস্ত ডকুমেন্ট মুখবন্ধ খামে ভরে, খামের উপর বড়ো হাতের ইংরাজিতে ঠিকানা লিখে জমা করতে হবে।

শেষ দুই ক্ষেত্রেই খামের উপর লিখতে হবে, ‘GRIVANCE(S) REDRESSAL PRAYER IN CONNECTION WITH 1ST SLST(AT), 2016 FOR UPPER PRIMARY LEVEL’ ।