বদলে যাচ্ছে স্নাতক স্তরে ভর্তির নিয়ম, কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির সিদ্ধান্তে শিলমোহর
পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি, শীঘ্রই নয়া ফরমান জারি
বদলে যাচ্ছে স্নাতক স্তরে ভর্তির নিয়ম-কানুন। এবার থেকে কলেজে ভর্তির (College Admission) ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে নেওয়ার সিদ্ধান্তে প্রায় শিলমোহর পড়তে চলেছে। সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। এবার থেকে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এই নতুন নিয়ম ঘোষিত হলেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে তা প্রযোজ্য হবে। আগামী সপ্তাহেই এই বিষয়ে উচ্চশিক্ষা দফতরের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, এমনটাই খবর।
কীভাবে হবে এমন অভিন্ন ভর্তি প্রক্রিয়া? সূত্রের খবর, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের থাকবে নিজস্ব পোর্টাল। পড়ুয়ারা সেই পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজের তালিকা দেখতে পাবেন। তারপর যে কলেজগুলিতে পড়ুয়ারা আবেদন করতে চান, তা-ও করতে পারবেন।
এক্ষেত্রে প্রশ্ন উঠেছে একজন পড়ুয়া কতগুলি কলেজে আবেদন করতে পারবেন? এর উত্তর এখনও স্পষ্ট নয়। উচ্চশিক্ষা দফতরের বৈঠকে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার কী কী গাইড লাইন থাকবে তা-ও সেই বৈঠকে ঠিক করে দেওয়া হবে। আগে অনলাইন ভর্তির ক্ষেত্রে অনলাইন মাধ্যমে ফি দিতে হত। তবে করোনা পরিস্থিতির কারণে তা বন্ধ ছিল। এবার থেকে নয়া নিয়ম কী হতে পারে তা-ও সেই বৈঠকে নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইন মাধ্যমে ভর্তির কাজ হয়ে থাকে। কিন্তু কেন্দ্রীয়ভাবে কখনও তা হয়নি। এর আগেও একবার সরকার এই বিষয়ে কাজ শুরু করেছিল, বাস্তবে তা ফলপ্রসূ হয়নি। এবার দেখা যাক এই প্রক্রিয়া কতটা কী এগোয়, বলছেন ওয়াকিবহাল মহল। তাঁদের আরও বক্তব্য, কেন্দ্রীয়ভাবে ভর্তি হলে দুর্নীতি অনেকটাই কমবে।