উৎসবের মাসে কলেজ খুলতে চাইছে না রাজ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/09/2020   শেষ আপডেট: 29/09/2020 3:31 a.m.
twitter

রাজ্যে কলেজের পঠনপাঠন শুরু হবে ডিসেম্বর থেকেই

করোনা কাটিয়ে নভেম্বরের শুরুতেই কলেজে পঠনপাঠন শুরুর নির্দেশিকা দিয়েছিলো ইউজিসি। কিন্তু রাজ্যে সেই নির্দেশিকা মেনে চলা সম্ভব নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নভেম্বর মাস জুড়ে রাজ্যে একের পর এক উৎসব। তারমধ্যে কোনোভাবেই কলেজ খুলতে চাইছে না রাজ্য। শিক্ষামন্ত্রী জানালেন - "ইউজিসি হয়তো আমাদের রাজ্যের সবচেয়ে বড়ো উৎসবের কথাটা মাথায় রাখেননি। আমাদের এখানে ডিসেম্বরের আগে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা একমাস পিছিয়ে ডিসেম্বর থেকে শুরু করতে চাইছি সবটা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী অনুমোদন দিলে আমাদের সমস্যার কথা ইউজিসি কে লিখিত জানাবো আমরা।"

প্রসঙ্গত উল্লেখ্য এইদিন ইউজিসি নির্দেশিকা এবং কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উপাচার্যদের সাথে ভার্চুয়াল মিটিং করেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।