চীনে বসেই ভারতীয় গ্রাহকদের ব্যাঙ্ক প্রতারণার চক্র, অন্তর্বাসের আড়ালে পাচার ১৩০০ সিমকার্ড
জাল নথিপত্র দিয়ে ভারত থেকে সিমকার্ড কিনেছে চিনা হ্যাকাররা
চীনে (China) বসেই ভারতীয় সিম কার্ড ব্যবহার করে ভারতীয়দের ব্যাংক জালিয়াতি করে টাকা চুরি করছে চিনা হ্যাকাররা। বেশ কিছুদিন ধরেই ব্যাংক জালিয়াতি সন্দেহে খোঁজ চালাচ্ছিল গোয়েন্দারা। এরমধ্যেই সম্প্রতি মালদহ (Maldah) সীমান্তবর্তী এলাকা থেকে বিএসএফ (BSF) গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন চীনের হেবেইয়ের বাসিন্দা হান জুনউই। তাকে জেরা করে জালিয়াতি সম্বন্ধে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। জানা গিয়েছে বেজিং, হেবেই বা কুনমিং থেকে খুব সহজেই সল্টলেক, কলকাতা ও হাওড়ার বাসিন্দাদের থেকে টাকা চুরি করে নিত চিনা হ্যাকাররা। এছাড়াও দিল্লী, মুম্বাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের মত বড় শহরগুলির বাসিন্দাদের ব্যাংক জালিয়াতি করার পরিকল্পনা ছিল।
জানা গিয়েছে, ভারতের বাসিন্দাদের মোবাইল হ্যাক করে ব্যাংক জালিয়াতি করার জন্য শুধুমাত্র প্রয়োজন ছিল ভারতীয় সিমকার্ডের। তাই ধৃত চিনা ব্যক্তি অন্তর্বাসের আড়ালে ভারত থেকে চিনে সিমকার্ড পাচার করত। তাঁর সাথীরা এখনো অব্দি অন্তর্বাসের মধ্যে রেখে ভারত থেকে চিনে ১৩০০ টি সিমকার্ড পাচার করেছে। সমস্ত সিমকার্ড জাল নথিপত্র ব্যবহার করে সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই বিএসএফের গোয়েন্দারা এই সমস্ত তথ্য কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে। চিনা জালিয়াতরা মোবাইলের সফটওয়্যারের মাধ্যমেভারতীয় সিম কার্ড ব্যবহার করে ব্যাংকের সমস্ত তথ্য জেনে টাকা লোপাট করতে পারে। বিশেষত বহু মানুষের হাতেই চিনা সংস্থার মোবাইল রয়েছে। সেগুলি প্রথম টার্গেট হবে চীনা হ্যাকারদের। এছাড়া হোয়াটসঅ্যাপে কোন ব্যাংকের লিংক বা গুরুত্বপূর্ণ তথ্যের লিংক পাঠানোর নাম করে জালিয়াতি হতে পারে।