৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ ছত্রধর কে, ভোটের আগে আটকে রাখার চেষ্টা: বিশেষজ্ঞ মহল
একটি বিশেষ আদালত ছত্রধর মাহাতো কে ৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে
আগামী ৬ এপ্রিল পর্যন্ত ছত্রধর মাহাতো কে নিয়ে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে একটি বিশেষ আদালত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থাকে হেফাজতে নেওয়ার আগেই জানিয়েছিল এবং তাও আবার ১২ দিনের জন্য। সেই দাবি উড়িয়ে দিয়ে এদিন বিশেষ আদালত জানিয়ে দিয়েছে ৬ এপ্রিল পর্যন্ত তাকে এনআইএ হেফাজতে রাখা হবে। ছত্রধরের আইনজীবী কৌশিক সিনহা বলেছেন, "আজ ছত্রধর বাবুকে আদালতে পেশ করার কথা ছিল। আমরা ওনার বেল অ্যাপ্লিকেশনের জন্য আবেদন জানিয়েছিলাম। আমরা আমাদের যুক্তি আদালতের কাছে পেশ করেছি।"
অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে আরও ১২ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার আর্জি জানিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ছত্রধর মাহাতো কে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে আনা হয়। তারপরে, তার ওপর আঘাত করার অভিযোগ ওঠে। আদালতের কাছে সমস্ত বিষয়টি জানানো হয়েছে বলে খবর। আদালতে তরফ থেকে করা নির্দেশিকা জানানো হয়েছে, ছত্রধর মাহাতো কে ৬ এপ্রিল জন্য এনআইএ হেফাজতে রাখা হবে। ছত্রধর মাহাতো অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ এবং এই কারণে তাকে ভোটের আগে আটকে রাখা হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।